Site icon Jamuna Television

হামলার আশঙ্কা: ভারতের ৩২ বিমানবন্দর বন্ধ ঘোষণা

পাকিস্তানের ড্রোন হামলার পর ৩২টি বেসামরিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করেছে ভারত।  শনিবার (১০ মে) ভোরে এ ঘোষণা দিয়েছে ভারতের বেসামরিক বিমানবন্দর বিষয়ক কর্তৃপক্ষ দ্য এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিএসি)।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত এই ৩২টি বিমানবন্দরে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে।

এএআই এবং ডিজিসিএ’র তালিকায় থাকা এই ৩২টি বিমানবন্দর হলো—

এছাড়া আকাশপথেও দেয়া হয়েছে বিধিনিষেধ। দিল্লি ও মুম্বাই এলাকার ২৫টি রুটে বিমান চলাচল বন্ধ থাকবে ১৪ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত, যা ভারতের সময় অনুযায়ী ১৫ মে ভোর ৫ টা ২৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয় করে এই সাময়িক নিষেধাজ্ঞাগুলো পরিচালিত হচ্ছে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং যাত্রীদের ভোগান্তি কমানো যায়। এয়ারলাইনগুলোকে বিকল্প রুটে ফ্লাইট পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে।

/এমএইচ

Exit mobile version