Site icon Jamuna Television

বইছে তীব্র তাপপ্রবাহ, কমবে কবে

চলতি মে মাসে বৃহস্পতিবার থেকে তাপ ক্রমেই বাড়তে শুরু করেছে এবং শুক্রবার তা অসহনীয় পর্যায়ে চলে যায়। একই পরিস্থিতি শনিবারেও আবহাওয়া অধিদফতরের বুলেটিন অনুযায়ী, এমন তাপমাত্রা আগামীকাল রোববার (১১ মে) পর্যন্ত থাকতে পারে।

তাপপ্রবাহের সবশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান মৃদু ও মাঝারি তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ আকারে বিরাজ করতে পারে।

আজ শনিবার (১০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী একশ’ ২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সেইসাথে ঢাকাসহ ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশে এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে।

/এআই

Exit mobile version