Site icon Jamuna Television

পারমাণবিক সংস্থার সাথে সভা অস্বীকার করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন শনিবার (১০ মে) স্থানীয় সময় ভোরে ভারতের বিরুদ্ধে সামরিক অভিযানের পর দেশটির পারমাণবিক অস্ত্র তত্ত্বাবধায়ক শীর্ষস্থানীয় সামরিক-বেসামরিক সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটি’র (এনসিএ) কোনো সভা অনুষ্ঠিত হয়নি। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এআরওয়াই টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ন্যাশনাল কমান্ড অথরিটির কোনো সভা হয়নি, এমন কোনো সভা নির্ধারণও করা হয়নি।’

এর আগে, পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছিল যে প্রধানমন্ত্রী এনসিএ’র জরুরি সভা ডেকেছেন। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনে বলেছেন, ‘যদি ভারত এখানেই থামে, তাহলে আমরাও থামার কথা বিবেচনা করবো।’

এই মন্তব্যের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সাথে কথা বলে উভয় পক্ষকে সংঘাত প্রশমনের আহ্বান জানান। তিনি উভয় দেশকে ‘সরাসরি যোগাযোগ পুনরুদ্ধার করে ভুল বোঝাবুঝি এড়াতে’ পরামর্শ দেন।

/এআই

Exit mobile version