Site icon Jamuna Television

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

ষ্টাফ ক‌রেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর কুয়াকাটা সৈক‌তে গোসল করতে নে‌মে সাগরের পানিতে ডুবে রাজেশ কুমার পাল (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। রাজেশ রাজশাহী জেলার পুটিয়া এলাকার শরৎ কুমার পালের ছে‌লে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাজেশ তার চাচাতো ভাই ও ভগ্নিপতি কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল সাগড় নীড়ে ওঠেন। শ‌নিবার সকাল দশটার দিকে তারা সমুদ্রে গোসলে নামেন। পরে রাজেশ সমুদ্রের ঢেউয়ের তোড়ে একটু গভীরে গিয়ে ডুবে যায়।

এ সময় স্বজনদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

/এএস

Exit mobile version