Site icon Jamuna Television

পাকিস্তান-ভারতকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান চীন ও যুক্তরাজ্যের

চলমান ভারত-পাকিস্তান উত্তেজনায় পারমাণবিক শক্তিধর দেশ দুটিকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাজ্য।

চীন জানিয়েছে যে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান বিরোধ নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত। অপরদিকে, এই দুই দেশের পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করার কথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই দুই দেশের উত্তেজনা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

এদিকে, পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট তার এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘আকাশসীমা বর্তমানে বন্ধ রয়েছে এবং স্বল্প সময়ের নোটিশে আরো বিধিনিষেধ ঘোষণা বা পরিবর্তন করা হতে পারে।’

/এআই

Exit mobile version