Site icon Jamuna Television

২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার দাবি মালিকদের

কোনও ধরণের রেশনিং নয়, ২৪ ঘণ্টাই স্টেশন খোলা রাখার দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন ব্যবসায়ী ঐক্য ফোরাম। পাশাপাশি গণপরিবহণে সিএনজি ব্যবহার বাধ্যতামূলক করার দাবিও জানান তারা।

শনিবার (১০ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

মালিকরা বলেন, সরকারি বিভিন্ন সংস্থা বিশেষ করে শ্রম ও পরিবেশ অধিদফতর, বিএসটিআই ও ফায়ার সার্ভিসের অন্যায্য সিদ্ধান্ত ও অযৌক্তিক ফি বাতিল করতে হবে। এছাড়া, পাম্প মালিকদের কমিশন বাড়ানো ও জমি ইজারা মূল্য কমাতে হবে।

তারা আরও বলেন, দেশে ব্যবহৃত গ্যাসের চার শতাংশের কম স্টেশনগুলো ব্যবহার করে। ফলে এখানে রেশনিংয়ের কোনও প্রয়োজন নেই। অন্তর্বর্তী সরকার রেশরিং কমিয়েছে, তবে এটি পুরোপুরি বাতিল করতে হবে।

/আরএইচ

Exit mobile version