Site icon Jamuna Television

বুদ্ধ পূর্ণিমা’র শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ফাইল ছবি।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১০ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি তাদের ধর্মীয় উৎসব সফল ও সৌহার্দ্যময়ভাবে উদ্‌যাপনের আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, গৌতম বুদ্ধের শান্তি, সম্প্রীতি ও ঐক্যের শিক্ষা আগের যেকোনো সময়ের চেয়ে আরও প্রাসঙ্গিক। মানবজাতির অগ্রযাত্রা হবে সহানুভূতি, সহমর্মিতার এই কামনাও করেন প্রধান উপদেষ্টা।

/এএইচএম

Exit mobile version