পঞ্চগড় প্রতিনিধি:
কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে দেশের উত্তরাঞ্চলে এক হাজার শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল উপহার দেয়ার ঘোষণা দিয়েছে চীন সরকার। হাসপাতালটি সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে স্থাপনের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেছেন সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
গত ২৯ এপ্রিল এই দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেন তিনি। সেই আবেদনের অনুলিপি সম্প্রতি ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। জন্মভূমির উন্নয়নে এই দায়িত্বশীল ভূমিকায় নিজ জেলায় প্রশংসায় ভাসছেন ৯৩ বছর বয়সি এই রাজনীতিক।
আবেদনের অনুলিপির ছবি পোস্ট করে প্রবীণ এই রাজনীতিককে ধন্যবাদ জানিয়েছেন জেলার বিভিন্ন স্তরের মানুষ। এই বয়সে এসেও নিজ জেলার প্রতি তার দায়বদ্ধতাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। তার এই উদ্যোগের ফলে হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের ব্যাপারে এখন অধিক আশাবাদী জেলার সাধারণ মানুষ।
উল্লেখ্য, জমির উদ্দীন সরকার বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এর আগে তিনি একাধিকবার পঞ্চগড়-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও বিভিন্ন সময় দিনাজপুর-১, ঢাকা-৯ এবং বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেইসাথে বাংলাদেশ সরকারের গণপূর্ত প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।
/এএইচএম
Leave a reply