Site icon Jamuna Television

বিষাক্ত ধোঁয়া ও ময়লার ভাগাড় থেকে বাঁচতে মানববন্ধন

ভারি শিল্পের বিষাক্ত ধোঁয়া ও ময়লার ভাগাড় থেকে জীবন রক্ষার দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর কোনাপাড়া, মাতুয়াইল, যাত্রাবাড়ি, ডেমরা, মান্ডাসহ আশেপাশের এলাকাবাসী।

শনিবার (১০ মে) সকালে ‘কোনাপাড়া-মাতুয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলন’ নামক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আশপাশের আবাসিক এলাকার সাধারণ জনগণ।

এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন বিষাক্ত কালো ধোঁয়ার সঙ্গে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সিসাসহ অন্যান্য ক্ষতিকর উপাদান নির্গত হচ্ছে মিলগুলো থেকে। এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। ক্ষতিকর উপাদানের কারণে এলাকার অনেকেই এরই মধ্যে ফুসফুস ও কিডনির বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েছে বলেও অভিযোগ তাদের।

এ সময়, আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি স্টিল মিল ও মাতুয়াইল ময়লার ডিপো অপসারণের দাবিও জানান তারা।

/এএইচএম

Exit mobile version