টাঙ্গাইলে বাসার গ্রিল কেটে নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কোদালিয়া এলাকায় এক বাসার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১০ মে) সন্ধ্যায় কোদালিয়া এলাকার আমিনুল ইসলাম আরজুর বাসায় ঘটনাটি ঘটে।

আমিনুল ইসলাম বলেন, সন্ধ্যায় বাসায় এসে দেখি রান্নাঘরের গ্রিল কেটে কেউ বাসায় ঢুকেছিল। পরে দেখা যায় ১১শ ডলার, ৮২ হাজার টাকা, স্বর্ণের চেন, আংটিসহ বেশ কিছু দামি কাপড় পাওয়া যাচ্ছে না। এরপর পুলিশকে খবর দিলে বাসায় আসে এবং সবকিছু দেখে যায়।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ। অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ সময় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply