ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণায় সীমান্তবর্তী এলাকায় উল্লাস, মিষ্টি বিতরণ

|

যুদ্ধবিরতি ঘোষণায় উল্লাসে মেতেছে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার লোকজন। শনিবার (১০ মে)  ট্রুথ সোশ্যালে ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছু সময়ের মাঝেই ভারত-পাকিস্তানও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে।

এর পরেই মিষ্টির দোকানে দেখা যায় মানুষের ভিড়। একে অপরকে মিষ্টি খাইয়ে করেন উদযাপন। হাত উঁচিয়ে প্রকাশ করেন উচ্ছ্বাস।

যুদ্ধবিরতির ঘোষণার পর নিরাপদ আশ্রয়ের খোঁজে যাওয়া অনেকেই পুনরায় বাড়ি ফিরতে শুরু করেছেন। মিলিত হচ্ছেন প্রিয়জনদের সাথে। রাস্তায় ফিরছে যান চলাচল।

সীমান্তবর্তী বাসিন্দাদের আশা, খুব দ্রুতই স্বাভাবিক হবে জনজীবন। তবে দুই দেশের সীমান্তেই এখনও মোতায়েন রয়েছে বাড়তি নিরাপত্তা। পরিস্থিতি আগের চেয়ে শান্ত হলেও রয়েছে উত্তেজনা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply