নিজের উত্তরসূ্রী হিসেবে জাভি আলোনসোকে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখতে বেমানান লাগবে না বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি। রিয়াল বসের মতে এরই মধ্যে নিজেকে সেরাদের একজন রূপে প্রমাণ করেছেন এই স্প্যানিশ কোচ। তবে রিয়াল ছেড়ে গেলেও ক্লাবের প্রতি ভালোলাগা আজীবন থাকবে বলে জানান আনচেলত্তি।
চলতি মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। একের পর এক শিরোপা হাতছাড়া হওয়ায় দিশেহারা কার্লো আনচেলত্তি। শিরোপাশূন্য মৌসুম শেষের শঙ্কায় আছে ইউরোপের সফলতম ক্লাবটি। এমন বাজে পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বেড়েই চলেছে।
রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে দীর্ঘদিন ধরেই আলোচিত নাম জাভি আলোনসো। সাবেক এই লস ব্লাঙ্কোস ও স্প্যানিশ তারকার স্বপ্ন পূরণের প্রায় দ্বারপ্রান্তে। একইভাবে রিয়ালের কোচ হওয়ার প্রাথমিক কাজ সারছেন আলোনসো। বুন্দেসলিগায় দলের শেষ দুটি ম্যাচের পর বায়ার লেভারকুজেন ছাড়বেন তিনি। আর তাতেই ডালপালা বেড়েছে রিয়ালের কোচ পরিবর্তনের গুঞ্জনে।
কার্লো আনচেলত্তি বলেন, আমি জানতে পেরেছি যে, আলোনসো বায়ার লেভারকুজেন ছাড়ছে। সে অবিশ্বাস্য কাজ করেছে এবং তার জন্য দরজা খোলা আছে। কারণ সে প্রমাণ করেছে যে, সে বিশ্বের সেরাদের মধ্যে একজন।
দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করছেন আনচেলত্তি। দুই মেয়াদে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন তিনবার, লা লিগার শিরোপা উচিয়ে ধরেছেন দু’বার। তার ঝুলিতে আছে রয়েছে কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপসহ আরও নানা শিরোপা।
তিনি বলেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক কখনও শেষ হয় না। রিয়াল মাদ্রিদের আগে আমি এসি মিলানে কাজ করেছি, ক্লাবগুলো আমার হৃদয়ে রয়ে গেছে। এখানে কাটানো সময়ের জন্য ও সম্পর্কগুলোর জন্য। যখন চাপ কমে আসে, তখন ভালোবাসা বেড়ে যায়। মাদ্রিদের সঙ্গে আমার হানিমুন আমার জীবনের শেষ দিন পর্যন্ত চলবে।
উল্লেখ্য, চলতি মৌসুম পর্যন্তই রিয়ালের ডাগ আউটে থাকছেন কার্লো আনচেলত্তি। মে মাসের ২৫ তারিখ শেষ হবে ২০২৪-২৫ সিজন। সেদিনই কার্লো আনচেলত্তির আনুষ্ঠানিক বিদায় দেয়ার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ।
/এমএইচআর
Leave a reply