Site icon Jamuna Television

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্থগিত থাকছে সিন্ধু পানিচুক্তি

যুদ্ধবিরতিতে সম্মত হলেও আপাতত স্থগিতই থাকছে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি। ভারত-পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিষয়টি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি নয়াদিল্লির তরফ থেকে। তবে দ্রুতই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তার আশা, ন্যায্যতার ভিত্তিতেই সমাধান হবে বিরোধপূর্ণ বিষয়গুলোর।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ইসলামাবাদের সাথে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করে নয়াদিল্লি। এটি ৬০ বছরেরও বেশি পুরোনো। কৃষিকাজের জন্য সিন্ধু অববাহিকার পানির ওপর ৮০ শতাংশ নির্ভরশীল পাকিস্তান।

শেহবাজ শরিফ বলেছেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব ও আঞ্চলিক শান্তির স্বার্থে এবং এই অঞ্চলে বসবাসরত কোটি কোটি মানুষের কল্যাণে সাড়া দিয়েছি। আমরা বিশ্বাস করি পানি বণ্টন, কাশ্মিরসহ অন্যান্য বিতর্কিত বিষয়গুলো ন্যায্যতার সাথে সমাধান হবে। গ্রহণ করা হবে শান্তিপূর্ণ সংলাপের পথ।

/এমএন

Exit mobile version