Site icon Jamuna Television

গরম কমা নিয়ে সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

প্রতীকী ছবি।

সারাদেশে চলমান তাপপ্রবাহ কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী মঙ্গলবার (১৩ মে) থেকে সারাদেশে বৃষ্টিপাত শুরু হতে পারে, তাতে তাপমাত্রা নেমে আসবে।

আজ রোববার (১১ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক এ তথ্য জানান।

এই আবহাওয়াবিদ জানান, আগামীকাল সোমবারও ঢাকায় তীব্র তাপদাহ চলবে। তাপমাত্রা থাকবে চল্লিশের উপরে। তবে আগামীকাল বিকেলের পর থেকে দেশের উত্তরাঞ্চল এবং ঢাকার উত্তরাঞ্চলে বৃষ্টি শুরু হবে। ১৩ মে থেকে সারাদেশে যে বৃষ্টিপাত হবে তা ২০ মে পর্যন্ত চলবে। সেক্ষেত্রে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমবে।

প্রসঙ্গত, সিলেট ও সুনামগঞ্জ বাদ দিয়ে গতকাল দেশের ৬২টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। এদিন চুয়াডাঙ্গায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিও ছিল এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

দীর্ঘ সময় ধরে দিনে সূর্যের তাপ, বাতাসের কম গতিবেগ, দক্ষিণ থেকে আসা জলীয় বাষ্পের কমতি, বৃষ্টি না থাকা—এসব কারণেই তাপপ্রবাহ এমন বেড়ে গেছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।

/এমএন

Exit mobile version