Site icon Jamuna Television

নবনির্বাচিত পোপকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নবনির্বাচিত পোপ কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভস্ট-কে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১০ মে) দেয়া এক বিবৃতিতে তিনি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে আমি এবং আমার দেশ আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ ও ভ্যাটিকান সিটির মধ্যে অসাধারণ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। এরই ধারাবাহিকতায় ভ্যাটিকান সিটি ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

এছাড়া পোপ ফ্রান্সিস প্রেভস্ট-কে বাংলাদেশে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

/এটিএম

Exit mobile version