বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে গ্রামবাসীর ধাওয়ায় পালিয়ে যায় একটি সঙ্গবদ্ধ ডাকাত দল। প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলেই পালিয়ে যায় তারা।
শনিবার (১০ মে) আনুমানিক রাত ১১টার দিকে উপজেলার কেশবপুর ইউপির ভরিপাশা গ্রামে ঘটেছে এ ঘটনা।
স্থানীয়রা জানান, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবদুল হাই’র বসতঘরে প্রবেশ করে ৮-১০ জন ডাকাত। অস্ত্রের মুখে জিম্মি করার চেষ্টা করে তাকে। অন্যরা টের পেয়ে পেলে মুঠোফোনের মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী একত্রিত হয়ে ধাওয়া দিলে সটকে পরে ডাকাত দলের সদস্যরা। এ সময় একটি মোটরসাইলে ফেলে রেখে যায় ডাকাতরা। স্থানীয়দের সহায়তায় লুটপাট থেকে রক্ষা পান মাওলানা আব্দুল হাই। এসময় তিনি বাড়িতে একাই ছিলেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, একটি নম্বরপ্লেট বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ডাকাতি নাকি অন্য কোনো বিষয় সেটি যাচাই করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
/এটিএম
Leave a reply