স্টাফ করেসপনডেন্ট, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জে লঞ্চঘাটে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় ২৫ জনের নামে মামলা হয়েছে। রোববার (১১ মে) সকালে মুক্তারপুর নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে, নারীদের মারধর করা নেহাল আহমেদ জিহাদসহ অজ্ঞাত ২০–২৫ জনকে। জিহাদ সদর উপজেলার যোগনীঘাট এলাকার মনির হোসেনের ছেলে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম মামলা রুজু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় মামলার কার্যক্রম এগিয়ে নিতে পুলিশ তৎপর আছে বলেও জানান তিনি।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে বলে জানানো হয়। এতে যৌন নিপীড়ন, বেআইনিভাবে একত্র হয়ে অনধিকার প্রবেশ, মারধর করে ভাঙচুর, ক্ষতি ও হুমকির অভিযোগ আনা হয়েছে।
এর আগে, শনিবার দুপুরে নেহাল আহমেদ জিহাদ সদর থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরবর্তীতে রোববার মামলা হলে তাকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মাদক ও অসামাজিক কাজের অভিযোগে এম ভি ক্যাপ্টেনে সংঘাত ও ভাংচুর চালায় স্থানীয়রা। এ সময় দুই নারীকে প্রকাশ্যে মারধরের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরে তরুণীদের মারধরকারী ব্যক্তি নিজেই পুলিশের কাছে ধরা দেয়।
/এএইচএম
Leave a reply