Site icon Jamuna Television

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

টানা চারদিনের মতো চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। রোববার (১১ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রার পারদ কিছুটা হ্রাস পেলেও কার্যত গরমের অনুভূতি কমেনি। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনুভূতিও বাড়ছে অনেকাংশে। বাতাসেও বয়ে যাচ্ছে আগুনের উত্তাপ।

আজ সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের চলাচল কম ছিল। খেটে খাওয়া মানুষরাও ঘরের বাইরে কম বের হয়েছেন।জীবিকার তাগিদে যারা বাইরে বের হয়েছে তারাও চরম কষ্টে পড়েছেন। একপ্রকার দুর্বিষহ জীবন পার করছেন এ জেলার সাধারণ মানুষ। অনেক শ্রমজীবীর আয়-উপার্জনে টান পড়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, আগামী ১৩ মে’র পর থেকে বৃষ্টিপাতের বলয় দেখা গেছে। তার আগে এই দুদিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

/এসআইএন

Exit mobile version