Site icon Jamuna Television

রংপুরে দুর্যোগের পূর্বাভাস দিতে সক্ষম নতুন রাডার স্টেশন চালু

ফাইল ছবি

রংপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হল দুর্যোগের পূর্বাভাস দিতে সক্ষম নতুন রাডার স্টেশনের।

রোববার (১১ মে) দুপুরে মহানগরীর খামার এলাকায় অবস্থিত আবহাওয়া অফিসে স্টেশনটির উদ্বোধন করেন আবহাওয়া বিভাগের পরিচালক মমিনুল ইসলাম।

তিনি জানান, নতুন রাডারের মাধ্যমে রংপুর আবহাওয়া কেন্দ্রের আশেপাশের সাড়ে ৪শ কিলোমিটার এলাকা পর্যন্ত ঘূর্ণিঝড়, মেঘের গতিবিধি, বৃষ্টিপাতের ধরন, তাপমাত্রা, বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম তথ্য জানা যাবে।

মমিনুল ইসলাম আরও জানান, দুর্যোগের বেশ কয়েক ঘণ্টা আগেই এসব তথ্য পাওয়া যাবে। এর ফলে সঠিকভাবে পূর্বাভাস দেয়া সম্ভব হবে। ১ শ ৩০ কোটি টাকা ব্যয়ে জাপানের সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে নির্মিত স্টেশনটি দীর্ঘ সময় সেবা দিতে সক্ষম হবে বলেও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version