Site icon Jamuna Television

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করলো সৌদি আরব

সৌদি আরবের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করলেন বাদশাহ সালমান। মঙ্গলবার, সামাজিক খাতে ব্যয় বাড়িয়ে ২০১৯ সালের জন্য ২৯ হাজার ৫’শ কোটি মার্কিন ডলারের বাজেট ঘোষণা করা হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে বাদশাহ সালমান বলেন, সৌদি আরবের অর্থনৈতিক সংস্কার, স্বচ্ছতা এবং বেসরকারী খাতের সক্ষমতা বৃদ্ধিতে বেশি নজর দেয়া হয়েছে। গুরুত্ব দেয়া হয়েছে, কর্মসংস্থান বাড়ানোর দিকেও। গেলোবারের তুলনায় এবারের বাজেট ৩ হাজার ৪শ’ কোটি ডলার বেশি।

আল-জাজিরা জানিয়েছে, ধারাবাহিক ভাবে তেলের মূল্য কমায় এবারও ঘাটতি বাজেট ধরা হয়েছে। যার পরিমাণ সাড়ে তিন হাজার মার্কিন ডলার। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘোষিত ‘ভিশন টুয়েন্টি থার্টি’ বাস্তবায়নের লক্ষ্যেই এ বাজেট। বলা হচ্ছে, তেল রফতানি থেকে আসবে মোট রাজস্বের এক-তৃতীয়াংশ।

Exit mobile version