Site icon Jamuna Television

মোদিকে আহ্বান রাহুলের, বিশেষ অধিবেশন ডাকতে বললেন পার্লামেন্টে

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তিনি পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। খবর এনডিটিভি‘র।

রাহুল গান্ধি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ পুনর্ব্যক্ত করছি। পেহেলগামের জঙ্গি হামলা, অপারেশন সিন্ধুর ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়া জরুরি। দেশের মানুষের প্রতিনিধি হিসেবে আমাদের ঐক্য দেখানোও প্রয়োজন।’

রাজ্যসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও একই অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, ‘২৮ এপ্রিল আমি ও রাহুল গান্ধি আপনাকে চিঠি দিয়ে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছিলাম। পেহেলগামের নৃশংস হামলার প্রেক্ষিতে এই আলোচনা জরুরি।’

তিনি আরও লেখেন, ‘যুদ্ধবিরতির ঘোষণাটি প্রথমে এসেছে ওয়াশিংটন ডিসি থেকে। পরে ভারত ও পাকিস্তান সরকার সেটি নিশ্চিত করে। এই প্রেক্ষাপটে আমি রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধির আহ্বানকে সমর্থন জানাচ্ছি।’

পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছিল। এরপর পাকিস্তান ও পিওকে-তে চালানো হয় বিমান হামলা, যেটিকে ‘অপারেশন সিন্ধুর’ বলা হয়েছে। প্রধানমন্ত্রীর সেই বৈঠকে উপস্থিত না থাকাটা সমালোচনার কারণ হয়েছে। তবে সেই বৈঠকে বিরোধীরা সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছিল।

এদিকে হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে। তিনি ট্রুথ সোস্যালে লেখেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শুভবুদ্ধি ও বুদ্ধিমত্তার জন্য দুই দেশকে অভিনন্দন।’

/এমএমএইচ

Exit mobile version