Site icon Jamuna Television

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

টানা তীব্র তাপদাহের পরে অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানীতে। রোববার (১১ মে) রাত ৮টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়।

সন্ধ্যার পর থেকে রাজধানীর কিছু এলাকায় ঝোড়ো বাতাস বইতে শুরু করে। বাতাস বেশ ঠান্ডা হওয়ায় তখন থেকেই মিলছিল স্বস্তি। রাত সোয়া আটটার দিকে আকাশ গুড়গুড় করতে শুরু করে এবং বিজলি চমকানো শুরু হয়। কিছুক্ষণ পরে বৃষ্টি নামতে শুরু করে। এতে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে।

এদিকে, আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, আজ ঝড় ও বজ্রাঘাতে ছয় জেলায় ১৩ জন মারা গেছেন। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়াতেই প্রাণ গেছে শিশুসহ ৫ জনের। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

/এসআইএন

Exit mobile version