Site icon Jamuna Television

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীকে কারাগারে পাঠালো আদালত

কুষ্টিয়া-১ আসনে ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রেজা আহাম্মেদ আদালতে উপস্থিত হয়ে পুনরায় জামিন আবেদন করলে বিচারক অরূপ কুমার গোস্বামী তা নামঞ্জুর করে এ আদেশ দেন।

কুষ্টিয়া জজকোর্টের পিপি অনুপ কুমার নন্দী জানান, গত ২৮ সেপ্টেম্বর দৌলতপুর থানায় একটি নাশকতার অভিযোগে মামলা হয়। ওই মামলায় রেজা আহাম্মেদ চার নম্বর আসামি। তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন। মঙ্গলবার জামিনের মেয়াদ শেষ হয়।

তিনি জানান, আজ দুপুরে অবকাশকালীন আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, নভেম্বর মাসে দৌলতপুর থানায় রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার নামে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়। সে মামলায় তিনি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পান।

Exit mobile version