Site icon Jamuna Television

সপ্তমবারের মতো বিচ সকার বিশ্বকাপের চ্যাম্পিয়ন ব্রাজিল

ফুটবলে সময়টা ভালো কাটছে না ব্রাজিলের। তবে, মূল সংস্করণে ভালো করতে না পারলেও আলো ছড়িয়েছে বিচ ফুটবলে। সেশেলসে অনুষ্ঠিত ফিফা বিচ সকার বিশ্বকাপ-২০২৫ এর শিরোপা জিতেছে সেলেসাওরা।

রোববার (১১ মে) মেগা ফাইনালে বেলারুশকে হারিয়ে সপ্তমবারের মতো বিচ সকারের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

টানটান উত্তেজনায় ঠাসা ফাইনালে ম্যাচে ব্রাজিল জিতেছে ৪-৩ গোলে। ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বিচ ফুটবলেও আছে সবার ওপরে। কেবল তাদেরই আছে সাতটি শিরোপা।

এর আগে, গ্রুপ পর্বে সালভাদোর, ইতালি, ওমান ও স্পেনকে হারিয়েছে তারা। তবে ওমানের বিপক্ষে সর্বোচ্চ ১১ গোল করেছে সেলেসাওরা।

এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিতে ওঠে ব্রাজিল। সেমিফাইনালে পর্তুগালকে হারায় ৪-২ ব্যবধানে।

প্রসঙ্গত, পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছে ব্রাজিল জাতীয় ফুটবল দলও। বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা করছে দেশটির ফুটবল ফেডারেশন। নেইমার-রাফিনহাদের জন্য নতুন কোচ আনতে চলেছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপে আবারও মিশন হেক্সার স্বপ্নে মাঠে নামবে হলুদ-নীল বাহিনী।

/এমএইচআর

Exit mobile version