Site icon Jamuna Television

গাজা যুদ্ধ সামরিক আগ্রাসনের মাধ্যমে সমাধানযোগ্য নয়: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলে সফররত জার্মানির নতুন পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল গাজায় যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছেন বলে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পোস্টে বলা হয়, ভাডেফুল স্থানীয় সময় রবিবার (১২ মে) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সাদের সাথে সাক্ষাৎ করেন এবং তিনি উল্লেখ করেন যে গাজায় সংঘাত সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয়।

তিনি ‘হামাস’ ছাড়াই গাজার পুনর্গঠনের জন্য একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানান। ভাডেফুল বলেন, যুদ্ধবিদ্ধস্ত গাজা পুনর্গঠনের যেসব পরিকল্পনা প্রস্তাব আরব রাষ্ট্রগুলো দিয়েছে, তা নিঃসন্দেহে একটি ভালো সূচনা হতে পারে।

তিনি যোগ করেন, ‘গাজা ফিলিস্তিনি অঞ্চলের অংশ। আমি আমার ইসরায়েলি সমকক্ষের সাথে একমত হয়েছি যে গাজার ফিলিস্তিনিদেরও নিজেদের ভবিষ্যৎ রয়েছে। তাদের কাউকে জোরপূর্বক সেখান থেকে সরিয়ে দেয়া হবে না এবং ইসরায়েলি সেনাবাহিনীর গাজায় উপস্থিতি কেবল অস্থায়ী হতে পারে।

/এআই

Exit mobile version