সামাজিক মাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের প্রশংসায় ভাসছেন কোহলি

|

কদিন ধরেই আলোচনায় ছিল, টেস্টকে বিদায় বলতে চান ভারতীয় ক্রিকেটের অন্যতম পোস্টার বয় ভিরাট কোহলি। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণাও দিয়ে ফেললেন। এরপর থেকেই ভক্ত-শুভানুধ্যায়ীদের প্রশংসায় ভাসছেন তিনি। কেউ কেউ তাকে আরও কিছুদিন মাঠে বীরদর্পে দেখতেও চেয়েছিলেন।

ভারতের সাবেক জাতীয় দলের ক্রিকেটার ওয়াসিম জাফরই যেমন বললেন, ‘অন্তত তিন বছর আরও খেলতে পারতেন কোহলি। তবে তার সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে। কোহলি যতদিন খেলেছেন, কখনই টেস্টকে ‘বোরিং’ মনে হয়নি।’ জাফর বলেছেন, তিনি টেস্টে কোহলিকে মিস করবেন।

সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলেছেন, আধুনিক ক্রিকেট যুগের সবচেয়ে বড় ব্র্যান্ড কোহলি। ক্রিকেটের প্রাচীনতম ফরমেটের জন্য তিনি সর্বস্ব উৎসর্গ করেছেন। টেস্ট ক্রিকেট বিরাট কোহলির কাছে ঋণী।

সাবেক ইংল্যান্ড ক্যাপ্টেন কেভিন পিটারসেন তার এক্স হ্যান্ডেলে কোহলির টেস্ট ছাড়ার খবর শুনে বিষ্ময় প্রকাশ করেছেন। সঙ্গে তিনি কিছু স্যাড ইমোজি তার পোস্টে জুড়ে দেন।

জশস্বী জয়েসওয়াল তার ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেছেন। বলেছেন, ভিরাট কোহলি তার অনুপ্রেরণা। তার সাথে খেলতে পারার স্মৃতি তিনি সারাজীবন বয়ে যাবেন। আজিঙ্কা রাহানেও ইনস্টায় লিখেছেন, কোহলির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা সৌভাগ্যের।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply