‘ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই মুক্তি পাবে হামাসের হাতে জিম্মি ইডেন আলেকজান্ডার’

|

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই মুক্তি পাবেন হামাসের হাতে জিম্মি মার্কিন-ইসরায়েলি নাগরিক ইডেন আলেকজান্ডার। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ইডেন আলেকজান্ডার ঘরে ফিরলে গাজায় যুদ্ধ বন্ধের পথ উন্মোচিত হবে।

অপরদিকে, মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিক ২১ বছর বয়সী ইডেনের মুক্তির বিষয়টি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে নিশ্চিত করেছেন হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। জানান, এর পরিবর্তে গাজায় পুনরায় ত্রাণ প্রবেশ ও যুদ্ধ বন্ধের আলোচনা হবে যুক্তরাষ্ট্রের সাথে। সেইসাথে কাতারে মার্কিন প্রতিনিধি দল ও হামাস সদস্যদের মধ্যে সরাসরি যুদ্ধ বন্ধের আলোচনা চলমান বলেও জানায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি।

আসছে মঙ্গলবার মধ্যপ্রাচ্যের কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার কথা আছে মার্কিন প্রেসিডেন্টের।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply