Site icon Jamuna Television

দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আ.লীগ: প্রেস সচিব

বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগের এমন কেউ নেই যে বড় ধরনের লুটপাট করেনি।

সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরউ’তে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেয়ার দায়ে। সবার সাথে পরামর্শ করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে।

সাংবাদিক ইউনিয়নগুলো ১৫ বছর ধরে পূর্বাচলের প্লট নিয়ে ব্যস্ত ছিল-এমন অভিযোগ তুলে শফিকুল আলম বলেন, তাদের উচিত সাংবাদিকদের অধিকার নিয়ে আওয়াজ তোলা। কপিরাইট নিয়ম নিয়ে কথা বলতে হবে। ৩০ হাজারের নিচে বেতন হওয়া উচিত নয়। যারা পারবেন না তারা প্রতিষ্ঠান বন্ধ করে দিন। এ বিষয়গুলো নিয়ে সাংবাদিক সংগঠনগুলোর কথা বলা উচিত।

এসময় তিনি বলেন, গত ১৫ বছরে শেয়ার বাজারে যে ভয়াবহ ডাকাতি হয়েছে তার কোনো বিচার হয়নি। এখন যেন শেয়ার বাজার ডাকাতের আখড়া না হয়। প্রতিটি বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম।

/এটিএম

Exit mobile version