Site icon Jamuna Television

মোটা নায়িকা চেয়ে জাজে’র বিজ্ঞপ্তি

শারীরিকভাবে ‘মোটা’ নায়িকার খোঁজে এবার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘নায়িকা আবশ্যক’ শিরোনামে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নায়িকা আবশ্যক : একটি নতুন সিনেমার জন্য একজন নতুন নায়িকা আবশ্যক । নিম্ন যোগ্যতা থাকলে যোগাযোগ করার অনুরোধ রইলো :

বয়স: ১৬-২১ বৎসর, উচ্চতা: ৫’২” – ৫,৪”; শিক্ষা: নুন্যতম এস.এস.সি, ফিগার: অনেক মোটা হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমাদের গল্পের নায়িকা অনেক মোটা। তাই অনেক মোটা না হলে, যোগাযোগ না করার অনুরোধ রইলো। নিম্নের ই-মেইলে ছবিসহ বিস্তারিত পাঠানোর জন্য অনুরোধ করলাম। aziz@jaazmultimedia.com

বিজ্ঞপ্তির শেষে লেখা আছে, অনেক মোটা মেয়ে না হলে, অযথা ই-মেইল না করার জন্য অনুরোধ রইল।

এ প্রসেঙ্গ জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ‘ছবির গল্প অনুয়ায়ী অভিনয়শিল্পী বাছাই করি আমরা। আমাদের নতুন ছবির গল্পের চাহিদা একজন মোটা নায়িকা। তাই আমরা সেভাবেই ভেবেছি, সেভাবেই বলেছি।’ ছবিতে স্থূলকায় নায়ক থাকছে? এমন প্রশ্নের জবাবে আজিজ বলেন, ‘নায়ক হবেন একেবারে স্লিম।’

Exit mobile version