Site icon Jamuna Television

আকাশপথের যুদ্ধে ৬-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান: এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব

পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) কর্মকর্তা সিনিয়ার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ দাবি করেছেন, সংঘর্ষ চলাকালে পাকিস্তানি সামরিক বাহিনী ভারতীয় বেশকিছু সামরিক স্থাপনা ও ‘সন্ত্রাসী’ প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে। এছাড়া আকাশপথের যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ছয়-শূন্য ব্যবধানে পাকিস্তান জয়লাভ করেছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে তিনি পাকিস্তানি মিডিয়াকে বলেন, ‘ভারতীয় আগ্রাসনের মোকাবিলায় পিএএফ অত্যন্ত কার্যকরভাবে প্রতিক্রিয়া জানিয়েছে।

অন্যদিকে, ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তান তার সামরিক শক্তির সামান্য ঝলক দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ।

তিনি বলেন, এটা মনে রাখা উচিত যে, পাকিস্তানের সামরিক বাহিনীর আধুনিক যুদ্ধক্ষমতা রয়েছে। যার মধ্যে সামান্যই (ভারতের সঙ্গে সংঘর্ষে) ব্যবহার করা হয়েছে। বাকিটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত রয়েছে। 

তবে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধ জড়ানোটা ‘নিছক বোকামি হবে’ বলে মন্তব্য করেছেন তিনি। বলেন,  পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানানো হয়নি, উল্টো ভারতই যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

জেনারেল আহমেদ শরীফ বলেন, ‘আমরা নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছি। তবে যদি বিরোধী পক্ষ এটি (যুদ্ধবিরতি) লঙ্ঘন করে, তাহলে আমরাও যথাযথভাবে সেটার জবাব দেবো।’

/এআই

Exit mobile version