Site icon Jamuna Television

উচ্চপর্যায়ের নিরাপত্তা প্রতিনিধিদের সাথে বৈঠক নরেন্দ্র মোদির

প্রতিরক্ষামন্ত্রীসহ উচ্চপর্যায়ের নিরাপত্তা প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) নয়াদিল্লিতে নিজ বাসভবনে এ বৈঠক করেন তিনি।

বিশেষ এই বৈঠকে অংশ নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, পাকিস্তানের সাথে যুদ্ধবিরতি পরবর্তী অবস্থা নিয়ে আলোচনা করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় লাইন অব কন্ট্রোলসহ সীমান্তবর্তী সকল স্থানের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদির কাছে ব্রিফ করেন প্রতিনিধিরা। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

এর আগে, গত শনিবার বিকেলে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ সময় দুই দেশ সীমান্তে হামলা বা পাল্টা হামলা বন্ধ রাখবে বলে সম্মত হয়।

/এএইচএম

Exit mobile version