Site icon Jamuna Television

নটরডেম কলেজের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

মেডিকেল করেসপনডেন্ট:

রাজধানীর নটরডেম কলেজের ভবন থেকে নিচে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১২ মে) দুপুর ৩টার দিকে নটরডেম কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ওই শিক্ষার্থী।

দেখতে পেয়ে সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ধ্রুবব্রত দাসের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার মধ্যপাড়া এলাকায়। সে ওই এলাকার বানী ব্রত দাসের ছেলে ছিল। বর্তমানে টিকাটুলির বাসায় তারা ভাড়া থাকেন।

নিহতের সহপাঠীরা জানান, ধ্রুব এইচএসসি পরীক্ষার্থী। এক মাস পরে তাদের পরীক্ষা। আজ তাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট দেয়ার কথা ছিল। রেজাল্ট আনতে কলেজে গিয়েছিলেন তারা। হঠাৎ কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ধ্রুব। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল এলাকা থেকে সহপাঠী ও স্বজনরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানায় অবহিত করা হয়েছে।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার আলী বলেন, আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। প্রাথমিকভাবে আমরা জানতে পারি, তৃতীয় তলার রেলিংয়ের ওপর ধ্রুব বসা ছিল। সেখান থেকে নিচে পড়ে কীভাবে মারা গেছে, তার তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/এএম

Exit mobile version