Site icon Jamuna Television

ডিএনসিসি কোভিড হাসপাতালে খোলা হলো হিটস্ট্রোক সেন্টার

চলমান তাপপ্রবাহ মোকাবেলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালটিতে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে।

সোমবার (১২ মে) সকালে সেন্টারটির উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

তিনি বলেন, সেন্টারটির মাধ্যমে তাপপ্রবাহের কারণে অসুস্থ্ রোগীদের সেবা নিশ্চিত করা যাবে। এছাড়া, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এই জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি করপোরেশনের নাগরিকরা ৯৯৯-এ যোগাযোগ করে এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন।

এদিকে, চলমান তাপপ্রবাহ মোকাবেলায় বেলা ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানাগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

/এএম

Exit mobile version