Site icon Jamuna Television

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক। আগামী ছয় মাসের মধ্যে একাধিক প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক থমাস লুন্ড-সোরেনসেন।

সোমবার (১২ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ডেনমার্ক তৃতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৫ মিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তা ঘোষণা করেছে ডেনমার্ক। বৈঠকে অংশ নেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। এতে আলোচনা হয় বাণিজ্য, জলবায়ু, উন্নয়ন সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে।

অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা ও ডেনমার্কের পক্ষে নেতৃত্ব দেন থমাস লুন্ড-সোরেনসেন। সঙ্গে ছিলেন ড্যানিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহিদুল করিম। পরে মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন সফররত এই প্রতিনিধিদল।

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক থমাস লুন্ড-সোরেনসেন বলেন, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে আমরা বিনিয়োগ বাড়াতে চাই। খুব দ্রুতই কিছু প্রকল্প দৃশ্যমান হবে বলে আমরা আশাবাদী।

/এসআইএন

Exit mobile version