পরমাণু যুদ্ধের হুমকি ভারত সহ্য করবে না: মোদি

|

সন্ত্রাসের সদর দফতর ধ্বংস করে দিয়েছি। পরমাণু যুদ্ধের হুমকি ভারত সহ্য করবে না। এমন হুঁশিয়ারি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ সোমবার (১২ মে) স্থানীয় সময় রাত ৮টার দিকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ ঘিরে জাতির উদ্দেশে এটিই তার প্রথম ভাষণ।

মোদি বলেন, আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক আছে। আকাশ থেকে মাটি সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেয়া হবে। কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না।

তিনি আরও বলেন, আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয়, ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মুল করতে হবে। সন্ত্রাসবাদ আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। পানি ও রক্ত একইসঙ্গে বইতে পারে না।

পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন, ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাস দমন, পাক অধিকৃত কাশ্মীর নিয়েই শুধুমাত্র ভারতের আলোচনা হবে।

তিনি বলেন, ‘অপারেশন সিন্দুর’ শুধু একটি নাম নয়, এটি আমাদের ইমশনের প্রতিফলন। এর মাধ্যমে আমাদের যা অর্জন হয়েছে, তা দেশের সব মা ও নারীদের উৎসর্গ করছি। জঙ্গিরা বুঝে গেছে, মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী।

তিনি আরও বলেন, বিশ্বে বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাধা। তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের ‘হেড কোয়ার্টার’ ভেঙে দেয়া হয়েছে। পাকিস্তান হতাশ। এই অবস্থায় ওরা আরও একটা ভুল করেছে। ভারতের সঙ্গ দেয়ার বদলে ভারতের ওপরেই হামলা করলো!

মোদি বলেন– তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে, যা ওরা ভাবতেই পারেনি। এখন তারা বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে। খারাপভাবে হেরে যাওয়ার পর ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিরেক্টর জেনারেলস অব মিলিটারি অপারেশন্সের (ডিজিএমও) দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি।

এর আগে, নিজের বাসভবনে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। বৈঠকে তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। 

বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এমন এক সময়ে যখন মাত্র দুদিন আগে ভারত ও পাকিস্তান সীমান্ত সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

শনিবার সন্ধ্যায় যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে ভারত।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply