Site icon Jamuna Television

সাইবার বুলিং প্রতিরোধে নারীদের নিয়ে হবে ইউনিট: উপদেষ্টা শারমিন মুরশিদ

নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নির্যাতন মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। যাতে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারে। সাইবার বুলিং প্রতিরোধে নারীদের নিয়ে একটি ইউনিট গঠন করা হবে।

সোমবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে সংকট ও সম্ভাবনায় ‘নারীর চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নারী ও পুরুষ একে অপরের পরিপূরক হয়ে কাজ করলেই দেশ এগিয়ে যাবে। তবে নারীরা নানাভাবে প্রতিবদ্ধকতার শিকার হচ্ছে। তাই নারী-পুরুষের বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় বৈষম্যহীন নতুন বাংলাদেশের সবার প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন বলেন, জুলাই অভ্যুত্থান পরিবর্তনের জন্য হয়েছে। তাই পরিবর্তন করতে গিয়ে সমালোচনা বাঁধা আসলেও কাজ করে যেতে হবে। নারীকে খারাপ রেখে ভালো থাকা যায় না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, নারীরা নানাভাবে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীরা বেশি হ্যারেজ হচ্ছে। এই বুলিং মাঝে মাঝে সহ্য ক্ষমতা ছাড়িয়ে যায়। এ সময় অনলাইন বুলিংয়ের বিষয়ে গুরুত্বের সাথে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে অংশ নেয়া নারীরা বলেন, দেশের বিভিন্ন ক্রান্তিকালে নারীরা বারবার ঢাল হয়ে সম্মুখ সারিতে দাঁড়িয়েছে। সেই নারীদের অধিকারের প্রশ্ন আসলেই সামাজিকভাবে ও অনলাইন বুলিংয়ের মাধ্যমে হেয়প্রতিপন্ন করা হয়।

/আরএইচ

Exit mobile version