Site icon Jamuna Television

রাজু ভাস্কর্যে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এখানে অংশ নেন ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

জাতীয় সংগীত পরিবেশন শেষে শিক্ষার্থীরা বলেন, যারা জাতীয় সংগীতের অবমাননা করবে, তাদের ঠাঁই এই বাংলাদেশে হবে না। জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতে আঘাত মানে আমাদের ইতিহাস ও অস্তিত্বে আঘাত।

শিক্ষার্থীরা আরও বলেন, যারা জাতীয় সংগীতের অবমাননা করেছে, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। যেই ঐক্যের জন্য জুলাই সংগ্রাম, সেই ঐক্যে ফাটল ধরাতে একটি গোষ্ঠী নানা ভাবে পায়তারা করছে বলেও অভিযোগ করেন তারা।

/এসআইএন

Exit mobile version