Site icon Jamuna Television

চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

চোখের জরুরি চিকিৎসা নিতে থাইল্যান্ডের ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।

সোমবার (১২ মে) দিবাগত রাত নি২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে নিয়ে ব্যংকক যান তিনি। বিএনপির মিডিইয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানানো হয়, সোমবার স্যার চোখে সমস্যা দেখা দিলে দ্রুতই গুলশানে ইউনাইটেড হাসপাতালে যান মির্জা ফখরুল। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি। পরবর্তীতে ব্যাংককের রুটনিন আই হসপিটালে দ্রুত যোগাযোগ করে অ্যাপয়েন্ট করা হয়।

 বিএনপি মহাসচিবের আশু আরোগ্য কামনায় দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা ফখরুল ও তার স্ত্রী।

/এএস

Exit mobile version