Site icon Jamuna Television

পুতিন-জেলেনস্কির আলোচনায় অংশ নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প

তুরস্কে পুতিন-জেলেনস্কির সরাসরি আলোচনায় অংশ নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ মে) হোয়াইটহাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেই এই আগ্রহের কথা প্রকাশ করেন তিনি।

ট্রাম্পের প্রত্যাশা, রাশিয়া-ইউক্রেনের বহুল প্রতীক্ষিত বৈঠকটিতে গুরুত্বপূর্ণ কোনো ফল আসবে। এছাড়াও আলোচনায় দুই দেশের নেতাদের উপস্থিতির বিষয়ে আশা প্রকাশ করেন তিনি। জানান, সম্ভব হলেই বৃহস্পতিবার তিনি উড়াল দিতে পারেন ইস্তাম্বুলে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেনের বৃহস্পতিবারের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে জোরালো চাপ প্রয়োগ করেছিলাম। আমি সেখানে যাওয়ার কথা ভাবছি।

/এএইচএম

Exit mobile version