Site icon Jamuna Television

বিলুপ্তির ঘোষণা দিল পিকেকে

অবশেষে বিলুপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। সোমবার (১২ মে) এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে ।

গোষ্ঠীটির বিলুপ্তির মধ্য দিয়ে অবসান ঘটতে যাচ্ছে তুরস্ক-পিকেকের প্রায় চার দশকের সংঘাতের। রোববার স্বেচ্ছায় আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্তির ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এই সিদ্ধান্তকে ‘দীর্ঘস্থায়ী শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তবে তিনি সতর্ক করেছেন যে, ‘কোনো সশস্ত্র গোষ্ঠীকে তুরস্কের ভূখণ্ডে কার্যক্রম চালানোর অনুমতি দেয়া হবে না।’

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ইরাকের উত্তরাঞ্চলে এক সম্মেলন আয়োজন করে দলটি। এরপর গোষ্ঠীটি জানায়, তারা বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, যা খুব শিগগির সবাইকে জানানো হবে।

এ সময় কারাবন্দি নেতা আবদুল্লাহ ওজালানের এক বিবৃতিও পাঠ করা হয়, যেখানে পিকেকের বর্তমান-ভবিষ্যৎ সম্পর্কে নিজের মতামত ও প্রস্তাব তুলে ধরেন ওজালান।

/এআই

Exit mobile version