আলোচিত মার্কিন-ইসরায়েল জিম্মি ইডেন আলেকজান্ডারকে মুক্তি দিলো হামাস।
সোমবার (১২ মে) রেড ক্রসের কাছে তাকে হস্তান্তর করা হয়। এরইমধ্যে ইসরায়েল পৌঁছেছেন ২১ বছর বয়সী আলেকজান্ডার।
ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি, হামাসের কাছে জিম্মি থাকা জীবিত থাকা একমাত্র মার্কিন নাগরিক ছিলেন তিনি। কাতার ও মিশরের দাবি, তার মুক্তির মাধ্যমে যুদ্ধবিরতির আলোচনা নতুন করে গতি পাবে। এদিকে আগামী বৃহস্পতিবার আলোচনার জন্য কাতারে আবারও প্রতিনিধি পাঠাবে ইসরায়েল।
এর আগে, গাজায় পুনরায় ত্রাণ প্রবেশ ও যুদ্ধ বন্ধের আলোচনা শুরুর শর্ত হিসেবে, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই তাকে মুক্তি দেয়ার কথা ছিল।
/এএইচএম
Leave a reply