Site icon Jamuna Television

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কোন কোন দেশ ভ্রমণ করলেন ট্রাম্প?

ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সির দ্বিতীয় মেয়াদে প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে আবারও সৌদি আরবকে বেছে নিয়েছেন। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়ার জন্য ইতালি ও ভ্যাটিকান সিটিতে সংক্ষিপ্ত সফর শেষ করে মঙ্গলবার (১৩ মে) সৌদি আরবে পৌঁছান তিনি।

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে মঙ্গলবার (১৩ মে) স্থানীয় সময় সকাল ১০টায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ট্রাম্পকে স্বাগত জানান। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভ্রমণ করবেন ট্রাম্প।

এর আগে, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প মোট ২৫টি দেশ ভ্রমণ করেছিলেন। ট্রাম্পের সর্বাধিক ভ্রমণ করা দেশসমূহের মধ্যে রয়েছে:

একবার করে ভ্রমণ করা দেশসমূহ:
আফগানিস্তান, আর্জেন্টিনা, কানাডা, চীন, ফিনল্যান্ড, ভারত, ইরাক, ইসরায়েল, উত্তর কোরিয়া, প্যালেস্টাইন, ফিলিপাইন, পোল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, ভ্যাটিকান সিটি

২০১৭ সালের ট্রাম্পের ঐতিহাসিক সৌদি সফর:

/এআই

Exit mobile version