Site icon Jamuna Television

বিমান বাহিনীর সদস্যদের উজ্জীবিত করতে আদমপুর ঘাঁটিতে মোদি

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কয়েক দিন পরই মঙ্গলবার (১৩ মে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঞ্জাবের আদমপুর এয়ার বেস পরিদর্শন করেন এবং সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এই বিমান ঘাঁটিটি গত ৯ ও ১০ মে স্থানীয় সময় রাতে পাকিস্তানের বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।

মূলত, সেনাদের মনোবল বৃদ্ধির জন্য এ সফরে যান মোদি। যুদ্ধবিরতির পর সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে সেনাদের সঙ্গে সরাসরি আলোচনা করেন তিনি। এছাড়াও পাকিস্তানি হামলার পর বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি ও প্রতিরক্ষা প্রস্তুতি মূল্যায়ন করেন তিনি। অন্যদিকে, ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যে সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদি।

এদিকে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেছেন, আদমপুর ঘাঁটিতে অতিরিক্ত রাফাল যুদ্ধবিমান মোতায়েন করা হবে। পাকিস্তানি হাইপারসনিক মিসাইল মোকাবিলায় ভারত স্বদেশী লেজার ডিফেন্স সিস্টেম স্থাপনেরও পরিকল্পনা করছে।

/এআই

Exit mobile version