Site icon Jamuna Television

পয়োবর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি

রাজধানীর লেকগুলোর চারপাশে আলাদা করে পয়োনিষ্কাশন লাইন করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ মঙ্গলবার (১৩ মে) ঢাকা ওয়াসা ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) সাথে নিয়ে পয়োবর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন ডিএনসিসির কর্মকর্তারা।

ডিএনসিসির কর্মকর্তারা জানান, বনানী ১১ নম্বর সড়কের ব্রিজ থেকে কড়াইল বস্তির দিকে যে রাস্তাটি রয়েছে, সেটি রাজউকের মালিকানাধীন। রাজউক সেখানে একটি ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে ডিএনসিসিকে অনুরোধ করেছে। দ্রুত সময়ের মধ্যে ডিএনসিসি সেখানে ড্রেনেজ নির্মাণ কাজ শুরু করবে।

এসময় তারা বলেন, অনেকেই গুলশান-বনানী লেকে সরাসরি মানব বর্জ্য ফেলছেন। এতে লেকের পানি এখন বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। এ অবস্থায় লেকের পানি শোধনাগারসহ একটি পাইলট প্রকল্প চালু করবে ডিএনসিসি। এতে স্থানীয়দের সহযোগিতাও চেয়েছেন কর্মকর্তারা।

এর আগেও, গুলশান-বনানী লেক বাঁচাতে নানা সময়ে নানা উদ্যোগ দেখা গেলেও তা কাজে দেয়নি।

/এএম

Exit mobile version