Site icon Jamuna Television

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ অভিযান

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ মঙ্গলবার (১৩ মে) ধানমন্ডি-২৭ মোড় থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত এ অভিযান চালানো হয়। এসময় শতাধিক অবৈধ অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়।

ঘণ্টাখানেক ধরে চলা অভিযানে ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহম্মদ এজাজ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানের দাবি ছিল নগরবাসীর। আজ থেকে তা শুরু হলো।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ধীরে ধীরে ঢাকার রাস্তা থেকে সব ব্যাটারিচালিত অটোরিকশা উঠিয়ে সরকার অনুমোদিত অটোরিকশা নামানো হবে। সেটা চালাতে চালকদের প্রশিক্ষণ দেয়া হবে। এনআইডি দিয়ে সেগুলোর জন্য চালকদের লাইসেন্সও নিতে হবে বলে জানান তিনি।

/এএম

Exit mobile version