Site icon Jamuna Television

সাদা বলে পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন

পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন মাইক হেসন। মঙ্গলবার (১৩ মে) এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই খবর জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভী।

বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন হেসন। টুর্নামেন্ট শেষে ২৬ মে থেকে পাকিস্তান দলের সাথে যোগ দেবেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার। ২৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ দিয়েই নবযাত্রা হবে হেসনের।

এদিকে, পাকিস্তান হাই পারফরমেন্স দলের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে সাবেক ক্রিকেটার আকিব জাভেদকে।

/এসআইএন

Exit mobile version