আগামী ৩ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ পুনর্বাসনের রোডম্যাপ প্রকাশের দাবি জুলাই আহতদের

|

গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারগুলোর পূর্ণাঙ্গ পুনর্বাসনের রোডম্যাপ আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রকাশের দাবি করেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা ও আহতরা এই দাবি জানান।

তারা বলেন– প্রতিশ্রুতি অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান এবং যোগ্যতা অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের বিষয়টি এই রোডম্যাপে অন্তর্ভুক্ত থাকতে হবে।

জুলাই আহতরা দাবি করেন, মার্চ মাস থেকে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারদের ভাতা দেয়ার কথা থাকলেও বিভিন্ন তালবাহানা করে তা এখনও চালু করেনি। অর্থাৎ আগামী জুন মাস থেকে এই ভাতা প্রদানের পূর্ণাঙ্গ ব্যবস্থা এই মাসের মধ্যে শেষ করতে হবে। 

জুলাই আহতরা জানান, এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা হয়নি জুলাই আন্দোলনে শহীদ-আহতদের। দ্রুত এটা সম্পন্ন করতে হবে। তিনজন সচিবকে দ্রুত অবসরের পাঠানোর দাবিও করা হয়।

তারা আরও দাবি করেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে আহত, শহীদ পরিবারের সদস্য এবং গণঅভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডারদের সমন্বয়ে পরিচালনা করতে হবে। ফাউন্ডেশনকে কোনো একক গোষ্ঠীর হাতে তুলে দেয়া যাবে না।

/এএম  



সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply