Site icon Jamuna Television

তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

ঢাকার তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় একটি ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি অবস্থায় পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোজা মনি নামে শিশুটির শরীরে গরম পানির ছ্যাঁকা ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তুপে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, শিশুটির বুকে ফোসকার মতো দাগ ও কিছু আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রোজা মনি প্রবাসী নূরে আলমের মেয়ে। গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মনিরামপুরে।

পরিবারের সদস্যরা জানান, নিহত রোজা মনি সোমবার বিকাল থেকে নিখোঁজ ছিল। তাকে খুঁজতে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিংও করেন।

/এমএইচ

Exit mobile version