Site icon Jamuna Television

ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল নষ্ট, জয়পুরহাটে ক্ষতিপূরণ পেলেন ৯৫ কৃষক

জয়পুরহাট করেসপনডেন্ট:

জয়পুরহাটে ইটভাটার নির্গত গ্যাসে বোরো ধান, কলা ও ভুট্টাসহ বিভিন্ন ফসল পুড়ে নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত ৯৫ জন কৃষকের মাঝে ৮ লাখ ৫১ হাজার ৮৭০ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এসব অর্থ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার পুরানাপৈল এলাকার আরএনবি নামের একটি ইটভাটার গ্যাসে ৯১ বিঘা জমির ফসল পুড়ে যায়। বারবার একই ঘটনার শিকার হয়ে চলতি বছরের ২৭ এপ্রিল ক্ষতিগ্রস্ত কৃষকেরা হিলি-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এবং বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করেন।

এরপর উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা ফসলের মাঠ পরিদর্শন করেন। একইসাথে জমির পরিমাণ ও ফসলের প্রকৃতি অনুযায়ী ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করেন।

ক্ষতিপূরণের অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস, পুরানাপৈল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আরমান আলী হিরো, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

/এমএইচ

Exit mobile version