জামালপুর করেসপন্ডেন্ট:
জামালপুরের মেলান্দহ উপজেলার হরিপুর-পাথালিয়া এলাকার মাদারদহ নদী থেকে আজিম (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
মঙ্গলবার (১৩ মে) বিকেল পৌনে ৫টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় জীবিত উদ্ধার হয় কাওসার মিয়া ও সিদ্দিক নামের আরও দুই শিশু।
নিহত শিশু আজিম ওই এলাকার সাদা মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু আজিম তার দুই বন্ধুর সাথে নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে আজিম পানিতে নিখোঁজ হয়। অন্য বন্ধুরা খুঁজে না পেয়ে ডাকাডাকি করে এবং পাড়ে উঠে আসে। পরিবার ও স্থানীয় লোকজন নদীতে নেমে জাল দিয়ে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মেলান্দহ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা আক্তার বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
/এএম
Leave a reply